বিজ্ঞানী ও শিক্ষাবিদ কুদরাত-এ-খুদার মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) প্রতিষ্ঠাতা পরিচালক, বিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. মুহম্মদ কুদরাত-এ-খুদার ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ৩ নভেম্বর। এ উপলক্ষে সকালে তাঁর কবরে ফাতেহা পাঠ এবং বেলা তিনটায় বিসিএসআইআরের ধানমন্ডি ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার অন্যতম পথিকৃৎ কুদরাত-এ-খুদা ১৯৫৫ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত বিসিএসআইআরের পরিচালক ছিলেন। প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে তিনি এর গবেষণাগার তৈরি করেন এবং বিজ্ঞান গবেষণার কাজকে এগিয়ে নেওয়ায় অবদান রাখেন। জাতীয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের কাছে শিক্ষা কমিশন রিপোর্ট পেশ করেন। কুদরাত-এ-খুদা ১৯৭৬ সালে একুশে পদক এবং ১৯৮৪ সালে স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) লাভ করেন। তিনি আজীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ছিলেন। বিজ্ঞপ্তি।