বিএনপির সাবেক সাংসদ শাহজাহান আটক
দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব, নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকে আটক করেছে র্যাব।
আটক করার তথ্যের সত্যতা নিশ্চিত করে র্যাপিড অ্যাকশন ব্যটালিয়ান (র্যাব)–১ এর আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রুম্মান মাহমুদ বলেন, আজ সোমবার সকালে গুলশান-১ এলাকা থেকে শাহজাহানকে আটক করে র্যাব।