বিএনপির তিনজনের দুজনই নতুন

মানিকগঞ্জ-১ আসনে দলের তিনজনকে দলের প্রাথমিক মনোনয়ন দিয়েছে বিএনপি। তাঁদের মধ্যে দুজনই নতুন মুখ।

মনোনয়ন পাওয়া তিনজন হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবির, দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে সহসভাপতি খোন্দকার আবদুল হামিদ ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল হক। তাঁদের মধ্যে জিন্নাহ কবির ও আবদুল হামিদ জাতীয় সংসদ নির্বাচনে নতুন। নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তোজাম্মেল হক হেরে যান।

শিবালয়, ঘিওর ও দৌলতপুর—এই তিন উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৪ হাজার ৫৮৭। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ৪৯৬ জন এবং পুরুষ ১ লাখ ৯২ হাজার ৯১ জন। এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আটজন মনোনয়ন ফরম কিনেছিলেন।

গত বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন জিন্নাহ কবির। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করতে সচেষ্ট ছিলেন। দল তাঁকেই মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী।

খোন্দকার আবদুল হামিদ এই আসনে নির্বাচন করতে প্রথমবারের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বুধবার তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

আবদুল হামিদ বলেন, বাবা খোন্দকার দেলোয়ার হোসেনের সংস্পর্শে ছাত্ররাজনীতিতে আসেন তিনি। এরপর দীর্ঘ সময় তিনি দলের জন্য কাজ করেছেন। দল তাঁকে চূড়ান্ত মনোনয়ন দেবে বলে তাঁর দাবি।

২০০৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপির খোন্দকার দেলোয়ার হোসেন ও আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল হক প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে তোজাম্মেল হক প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হন।