পুলিশের অনুমতি না মেলায় ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আকবর হোসেনের নির্বাচনী জনসভা স্থগিত করা হয়েছে। আজ বুধবার এই সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আবদুল আউয়াল মিন্টুসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপি দলীয় প্রার্থীর সমর্থনে পৌর শহরের মো. ছাবের সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করার প্রস্তুতি নেয়। সভা অনুষ্ঠানের লক্ষ্যে ধানের শীষের প্রার্থী আকবর হোসেন অনুমতি চেয়ে পুলিশ সুপার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও মো. সোহেল পারভেজের কাছে লিখিত আবেদন করেন। তাঁরা এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তার কাছে জানতে চান।
সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন বিএনপির জনসভা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করেন। এ কারণে জনসভার অনুমতি না দেওয়ার জন্য পুলিশ সুপার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিবেদন পেশ করেন তিনি।
উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, থানার প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপিকে জনসভা করার অনুমতি দেয়নি। এ কারণে জনসভা স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, সোনাগাজীতে বিএনপি এখন ঐক্যবদ্ধ। দলীয় নেতা-কর্মীদের মধ্যে কোনো ধরনের বিরোধ নেই। পুলিশ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিএনপির সভার অনুমতি দেয়নি।
জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, বিএনপির সভা ঘিরে সোনাগাজীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাঁদের নেতা-কর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি বিষয়কে কেন্দ্র করে বিএনপিকে জনসভা করতে অনুমতি দেওয়া হয়নি।