কর্মমুখী দক্ষতা উন্নয়ন ক্যাটাগরি: ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি)
বাঘবিধবাদের বন্ধু
খুলনার কয়রা উপজেলার তিন পাশ ঘিরেই রয়েছে সুন্দরবন। সুন্দরবনই ওই এলাকার মানুষের আয়ের অন্যতম একটি উৎস। কিন্তু সেখানে কাজ করতে গিয়ে বাঘের থাবায় প্রাণ হারাতে হয়েছে অনেককে। ওই প্রাণ হারানো ব্যক্তির স্ত্রীদের বলা হয় বাঘবিধবা। সমাজে অপয়া হিসেবে পরিচিত তাঁরা।
ওই বাঘবিধবাদের সার্বিক উন্নয়নে কাজ করছে ইনিশিয়েটিভ কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি) নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে তাঁদের আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে। শুধু বাঘবিধবাদেরই নয়, ওই উপজেলায় পিছিয়ে থাকা আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের মানুষের লেখাপড়ার উন্নয়নের জন্যও কাজ করছে আইসিডি।
২০১৭ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সেটি। আইসিডিতে স্বেচ্ছাশ্রমে কাজ করেন ওই এলাকার যুবকেরা।
প্রতিষ্ঠার গল্প
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আশিকুজ্জামান পড়াশোনার পাশাপাশি তাঁর নিজ এলাকার মানুষের জন্য কিছু করার তাড়না অনুভব করেন। টিউশনির টাকা জমিয়ে প্রথমে বাঘবিধবাদের জন্য তিনটি সেলাই মেশিন বিতরণ করেন। বিষয়টি ফেসবুকে পোস্ট করার পর ব্যাপক সাড়া পান তিনি। শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বাঘবিধবাদের জন্য আরও সাতটি সেলাই মেশিন জোগাড় করে ফেলেন। ১০ জন বাঘবিধবা সেলাই মেশিন পেয়ে তাঁদের সংসারে সচ্ছলতা ফিরে আসে।
আশিক বলেন, ‘বাঘবিধবাদের সাহায্যের পর আইসিডি নাম দিয়ে এলজি ইলেকট্রনিকসে একটি প্রকল্প জমা দেওয়া হয়। ব্যতিক্রমধর্মী কাজের জন্য এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ থেকে আমাকে তাদের প্রোগ্রাম অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করে বাঘবিধবাদের কল্যাণের জন্য ৪ লাখ টাকা প্রদান করে। সেই অর্থ দিয়ে ৩০ জন বাঘবিধবাকে মাসব্যাপী দরজির কাজের প্রশিক্ষণ, সেলাই মেশিন ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।’
পাশেই রয়েছে সুন্দরবন। ওই সুন্দরবনকে ঘিরে পর্যটক ভ্রমণের বিষয়কে মাথায় নিয়ে ইকো ট্যুরিজম করার ওপর গুরুত্ব দিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলেন আশিক। ‘কেওড়াকাটা পর্যটনকেন্দ্র’ নাম দেওয়া ওই স্পটে এখন প্রতিদিন পর্যটক ভিড় করে। সেখান থেকে ট্রলারে করে এক দিনের জন্য সুন্দরবন ঘুরে দেখা যায়।
আশিক বলেন, স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের সুন্দরবন উপকূলবর্তী কয়রা উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী আদিবাসী মুন্ডা সম্প্রদায়, বাঘবিধবা ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে তাদের জীবনমানের উন্নয়ন ঘটানোর জন্যই আইসিডি প্রতিষ্ঠা করা হয়। সামাজিক দায়বদ্ধতা থেকেই ওই পরিকল্পনা করেছেন তিনি।
আইসিডির পক্ষ থেকে এ পর্যন্ত পাঁচ শতাধিক মুন্ডা পরিবারকে সাহায্য করা হয়েছে। আর সাহায্য পাওয়া বাঘবিধবার সংখ্যা সাড়ে পাঁচ শতাধিক। অসচ্ছল তিন বনজীবী নারীকে নৌকা ও অসচ্ছল সাত নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে। ওই কাজে সহায়তা করেছেন ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীরা। এ ছাড়া ৩০ জন অসচ্ছল বনজীবী মুন্ডা নারীকে নৌকা দেওয়া হয়েছে। আগে ওই নারীরা নৌকা ভাড়া করে নদী থেকে মাছ-কাঁকড়া শিকার করে জীবিকা নির্বাহ করতেন। এখন ওই নারীদের আর নৌকা ভাড়া দিতে হয় না। আয়ের পুরোটাই থেকে যায়। তাঁরা এখন সচ্ছলতার পথে। আর মুন্ডাদের ওই নৌকা বিতরণকাজে আর্থিক সহযোগিতা করেছে এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ।
করোনাকাল ও আম্পানের পর এলাকার মানুষের জন্য নানা কার্যক্রম পরিচালনা করেছে আইসিডি। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় এলাকার প্রায় ৮ হাজার পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতে সাতটি নলকূপ স্থাপন ও আম্পানে বিধ্বস্ত ১০টি পরিবারকে টেকসই ঘর নির্মাণ করে দিয়েছে আইডিসি।
আশিক বলেন, ‘আমার উদ্যোগে ৮০ জন অসচ্ছল নারীকে টেকসই কর্মসংস্থানের বিভিন্ন উপকরণ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাঁদের জীবনে সফলতা ফিরে এসেছে।’
আশিক আরও বলেন, ওই এলাকার স্কুল-কলেজে পড়া যুবকেরাই আইসিডির কার্যক্রম পরিচালনা করে থাকেন। এ কারণে তাঁদের মধ্যেও ভালো কিছু করার অনুপ্রেরণা তৈরি হচ্ছে। এলাকার মানুষের জন্য কিছু করার তাগিদ অনুভব করছেন তাঁরা।