বাংলাদেশে অবাধ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই: অস্ট্রেলিয়ার হাইকমিশনার
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, স্বচ্ছ ও সুষ্ঠু হবে—সেই প্রত্যাশা জানিয়েছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, ‘আমরা প্রত্যেকে চাই নির্বাচন হবে অবাধ, স্বচ্ছ ও সুষ্ঠু। আমরা একটি ভালো নির্বাচন দেখতে চাই।’
সিইসির সঙ্গে সুন্দর ও ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে জেরেমি ব্রুর বলেন, খুব সম্প্রতি অস্ট্রেলিয়ায় নির্বাচন হয়েছে। নির্বাচনে সরকার পরিবর্তন হয়েছে। খুব সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে।
সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে অস্ট্রেলিয়া।
সিইসি বলেন, ‘তাঁদের দেশের যে নির্বাচন পদ্ধতি আছে, সেখানে কীভাবে নির্বাচন হয় সেটা তিনি বলেছেন। আমি সেটা শুনেছি। বাংলাদেশের নির্বাচন সম্পর্কেও তাঁর ধারণা আছে।’
সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর প্রশ্ন তুলেছিলেন। সেটার ব্যাখ্যা দিয়েছেন বলেও জানান সিইসি।