বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সিএসই টেক ফেস্ট অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো সিএসই টেক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যানেক্স ভবন চত্বরে দিনব্যাপী এই টেক ফেস্টের উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহ্মেদ বলেন, ডিজিটাইজেশনের ফলে দেশে দুর্নীতি কমেছে এবং সেবার মান বেড়েছে। ১০ বছর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিলেন ৫৬ লাখ, মোবাইল ফোন ব্যবহারকারী ছিলেন ২ কোটি, ঢাকার বাইরে কোনো ব্রডব্যান্ড লাইন ছিল না। মোবাইল অ্যাপ ল্যাব তো পরের কথা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক কম্পিউটার ল্যাব ছিল না। এখন বাংলাদেশে প্রায় ১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। আগামী ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২৪তম অর্থনীতির দেশ হবে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আল মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. এম সাইদুর রহমান খান, উপাচার্য অধ্যাপক ড. এম ওসমান গনি তালুকদার, কোষাধ্যক্ষ ড. তারিক সাইফুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীনসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থীরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টার ভবনে মোবাইল অ্যাপ ও গেম টেস্টিং ল্যাব উদ্বোধন করেন জুনাইদ আহ্মেদ।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এই টেক ফেস্টে প্রোগ্রামিং কনটেস্ট, হার্ডওয়্যার-সফটওয়্যার প্রোজেক্ট প্রদর্শনী, আইডিয়া কনটেস্ট, রবো-রেস, আইসিটি অলিম্পিয়াড, গেমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে কয়েক শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিকেলে আইসিটি ক্যারিয়ারবিষয়ক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
* আতিকুর রহমান মওদুদ, শিক্ষার্থী, জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ