বরিশাল বিভাগে করোনা শনাক্তের হার ৪৬ শতাংশের বেশি
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্তের সংখ্যা এবং হারও অনেক বেড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৮১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫০৩ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৫৩।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৮৬৭ জনের নমুনা পরীক্ষায় ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ছিল ৪১ দশমিক ৬৩। তার আগের ২৪ ঘণ্টায় ৭৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ছিল ৩২১। সংক্রমণের হার ছিল ৪১। আজ শুক্রবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়। এ নিয়ে চলতি মাসের ২৮ দিনে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৯৫ জনের।
এদিকে ১ জানুয়ারি করোনার তৃতীয় ঢেউ শুরুর পর এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়। এরপর গতকাল একজন এবং সর্বশেষ শুক্রবার একজন মারা যান। তৃতীয় ঢেউয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনই বরগুনা জেলার। তাঁদের মধ্যে একজন নারী। গত বছরের ৫ অক্টোবর সর্বশেষ বিভাগে করোনার সংক্রমণে একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে বিভাগে করোনায় ৬৮২ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে বরিশালে ১৯৪, পটুয়াখালীতে ৭৮, ভোলায় ৫৯, পিরোজপুরে ৯০, বরগুনায় ২৭ ও ঝালকাঠিতে ৫৫ জন আছেন।
বিভাগে গড় সংক্রমণ হার ৪৬ দশমিক ৫৩ হলেও এই হার সবচেয়ে বেশি পিরোজপুরে ৫৭ দশমিক ৩২ এবং দ্বিতীয় সর্বোচ্চ বরিশালে ৪৭ দশমিক ৬৭ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, এবার করোনাভাইরাস মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। তবে অধিকাংশেরই উপসর্গ মৃদু। এ কারণে মানুষ হাসপাতালমুখী হচ্ছেন কম। এমনকি চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও রোগী কম। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।