বনানী কবরস্থানে চিরনিদ্রায় সাহাবুদ্দীন আহমদ

রোববার দুপুরে সাহাবুদ্দীন আহমদের মরদেহ দাফনের জন্য বনানী কবরস্থানে নিয়ে আসা হয়
ছবি: তানভীর আহম্মেদ

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে তাঁকে দাফন করা হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর উপস্থিত ছিলেন।

দাফন শেষে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সংবিধানের সর্বোচ্চ পদে থেকেও সাধারণ মানুষের মতো জীবন যাপন করে গেছেন সাহাবুদ্দীন আহমদ। তিনি সর্বোচ্চ পদে থেকেও বিশেষ সুবিধা নেননি। কীভাবে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে হয়, তাদের পাশে থাকতে হয়, তা শিখিয়ে গেছেন।

এ সময় মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, বিচারপতি সাহাবুদ্দীন একজন আদর্শ সিভিল সার্ভেন্ট (প্রজাতন্ত্রের কর্মচারী) হিসেবে, একজন নিরপেক্ষ, সৎ ও সাহসী বিচারক হিসেবে, একজন দেশপ্রেমিক রাষ্ট্রপতি হিসেবে তাঁর কাজ জাতির সামনে অনুসরণীয় হিসেবে দিয়ে গেছেন।

দাফনকালে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের বড় ছেলে এলিস আহমদ, ছোট ছেলে সোহেল আহমদ, নাতি ইজাজ আহমদসহ স্বজনেরা উপস্থিত ছিলেন। দাফন শেষে মরহুমের সমাধিতে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানানো শ্রদ্ধার ফুলগুলো কবরের ওপর রাখা হয়।

দাফন শেষে সাহাবুদ্দীন আহমদের জন্য দোয়া করা হয়
ছবি: তানভীর আহম্মেদ

গতকাল শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। ৯২ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁকে রাষ্ট্রপতি করা হয়।