বদলি পুনর্বিবেচনার জন্য ১০০ চিকিৎসকের তালিকা মন্ত্রণালয়ে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

বদলি পুনর্বিবেচনার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ১০০ জন চিকিৎসকের একটি তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কলেজ কর্তৃপক্ষ আজ বুধবার এই তালিকা ঢাকায় পাঠায়। তাঁদের মধ্যে করোনা চিকিৎসা ও নমুনা পরীক্ষার সঙ্গে জড়িতদের পাশাপাশি একাডেমিক কার্যক্রমের জন্য অপরিহার্য চিকিৎসকও রয়েছেন।

গত সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চমেকের ১৫৬ জন চিকিৎসককে চট্টগ্রামসহ বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে বদলি করা হয়। এর মধ্যে চমেক আরটি-পিসিআর ল্যাবে কর্মরত মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক, করোনা চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত চিকিৎসকও রয়েছেন। এ ছাড়া চমেকের বিভিন্ন বিভাগের একমাত্র শিক্ষকও রয়েছেন। এই আদেশ নিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

পরে গতকাল মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয় এক চিঠিতে তিন ক্যাটাগরির চিকিৎসকদের বদলির আদেশ স্থগিত করে। পাশাপাশি এই তিন ক্যাটাগরির চিকিৎসকের তালিকা মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য মেডিকেল কলেজের অধ্যক্ষকে অনুরোধ জানান। এরই অংশ হিসেবে আজ চমেক কর্তৃপক্ষ ১০০ জনের একটি তালিকা পাঠায়।

চমেকের অধ্যক্ষ সাহেনা আকতার বলেন, ‘পিসিআর ল্যাব, করোনা চিকিৎসায় সম্পৃক্ত এবং একাডেমিক কাজের সঙ্গে অপরিহার্য চিকিৎসকদের বিষয়টি বিবেচনার জন্য লিখেছি। সব মিলিয়ে ১০০ জনের তালিকা গেছে।’ তিনি বলেন, এই তালিকায় ৬৭ জন করোনা চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এ ছাড়া সাতজন রয়েছেন আরটি-পিসিআর ল্যাবের মাইক্রোবায়োলজির শিক্ষক। বাকি ২৬ জন হলেন বিভিন্ন বিভাগের একাডেমিক শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক।