বঙ্গবন্ধু হত্যাসহ কিছু ঘটনায় জাতীয় তদন্ত কমিশন গঠনের দাবি ইনুর

জাসদ সভাপতি হাসানুল হক ইনু
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড, জেলখানায় চার জাতীয় নেতা হত্যাকাণ্ডসহ কিছু ঘটনায় জাতীয় তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

আজ সোমবার সকালে রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনা সভায় এই দাবি জানান হাসানুল হক ইনু।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও এর পূর্বাপর ঘটনাবলির সত্য উদ্‌ঘাটনসংক্রান্ত এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর জাসদ।

জাসদ সভাপতি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও এর পূর্বাপর ঘটনাবলি নিয়ে ইচ্ছেমতো এলোপাতাড়ি কথাবার্তা বলে খুনিদের আড়াল করা হচ্ছে। সত্য ধামাচাপা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বিভ্রান্তি তৈরি করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সুফলভোগী ও ধারক-বাহকদের মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতিকে সুবিধা দেওয়া হচ্ছে। এটা বন্ধ করতে এসব ঘটনা নিয়ে জাতীয় তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ করা উচিত।

হাসানুল হক ইনু আরও বলেন, ৭ নভেম্বরের অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এতে জিয়াউর রহমানের ভূমিকাসহ তাঁর আমলে সশস্ত্র বাহিনীর অসংখ্য অফিসার ও সিপাহি হত্যার ঘটনাবলিও জাতীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে খতিয়ে দেখা উচিত। শ্বেতপত্র প্রকাশ করা উচিত।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা মহানগর (পশ্চিম) জাসদের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, সহসভাপতি শাহ জিকরুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীন প্রমুখ।