বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানতে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা শুরু
নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাতে শিক্ষার্থীদের নিয়ে ‘চেতনায় বঙ্গবন্ধু ও ৭১’ শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়েছে নাটোরের গুরুদাসপুরে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেনের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে ৫ নভেম্বর শুরু হয়েছে এই প্রতিযোগিতা।
উপজেলার হাঁসমারী উচ্চবিদ্যালয়ের হলরুমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কার্যক্রমের উদ্বোধন হয়ে গেল ৫ নভেম্বর।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ‘চেতনায় বঙ্গবন্ধু ও ৭১’ উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যেন শুরু থেকেই শিক্ষার্থীরা জানতে পারে, এ জন্যই উপজেলা প্রশাসনের এ আয়োজন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ কীভাবে স্বাধীন হলো, শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হয়ে ওঠা, বঙ্গবন্ধু হত্যা, গণ-অভ্যুত্থান থেকে শুরু করে সব বিষয়ের ওপর বিস্তারিত জানা দরকার নতুন প্রজন্মের ছেলেমেয়েদের। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থী এই উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করবে। প্রত্যেক শিক্ষার্থীকে বাক্সের মধ্যে থাকা একটি কাগজের টুকরা তুলতে হবে। সেখানে যে বিষয় লেখা থাকবে, সেই বিষয়ের ওপর তাকে বক্তব্য দিতে হবে। সেই বিষয়টি হতে পারে বঙ্গবন্ধুকে নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে। পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। এ জন্য শিক্ষার্থীরা সময় পাবে পাঁচ মিনিট। শিক্ষার্থীদের মূল্যায়নে থাকবেন বিচারকও। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম স্থান অধিকারী পাবে ১ হাজার টাকার সমপরিমাণ মূল্যের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বই, দ্বিতীয় স্থান অধিকারী পাবে ৭০০ টাকার সমপরিমাণ মূল্যের বই এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থী পাবে ৫০০ টাকার সমপরিমাণ মূল্যের বই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানতে পারবে।
মো. তমাল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানানোর জন্য এ উদ্যোগ। আমরা চাই, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানুক।’