বগুড়ায় হলো 'রূপচাঁদা সুপার শেফ-২০১৯' প্রতিযোগিতা
বগুড়ায় আজ রোববার হয়ে গেল ‘রূপচাঁদা সুপার শেফ’ প্রতিযোগিতা-২০১৯। সকাল ৯টায় বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেটের চতুর্থ তলায় শুরু হয় রান্নার এই প্রতিযোগিতা, যা একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।
বাংলাদেশ এডিবল অয়েলের ব্র্যান্ড নির্বাহী ইশতিয়াক মাহমুদ জানান, বাংলাদেশের নারী-পুরুষ, যাঁরাই ভালো রান্না করতে পারেন এবং আত্মবিশ্বাসী, তাঁরা অংশগ্রহণ করছেন এই প্রতিযোগিতায়। স্বাদের লড়াইয়ে রান্নার মাধুর্যে আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিয়ে জিতে নেবেন ‘রূপচাঁদা সুপার শেফ ২০১৯’। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন শেষ হয় ২৬ মার্চ।
বাংলাদেশের ঘরে ঘরে থাকা রন্ধনশিল্পীদের সম্মানিত করতে বাংলাদেশ এডিবল অয়েল আয়োজন করছে ‘রূপচাঁদা সুপার শেফ’। দেশের ছয় স্থানে এ প্রতিযোগিতা হবে।
আজ বগুড়ায় আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন ৯০ জন প্রতিযোগী। সাক্ষাৎকার নেওয়ার পর ২০ জন প্রতিযোগী রান্নার সুযোগ পান। প্রতিযোগীদের মধ্যে ১২ জন নারী ও ৮ জন পুরুষ ছিলেন। প্রতিযোগিতায় অ্যাপ্রোন পান মো. জাহিদুল ইসলাম ও মো. আসিকুল আলম। তাঁরা প্রাথমিকভাবে বিজয়ী হয়েছেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন শামসুন নাহার, আফরোজা নাজনিন, লিমা মাঞ্জুসা ও ইশরাত জাহান। এই আয়োজনের ডিজিটাল পার্টনার হিসেবে আছে প্রথম আলো ডিজিটাল। আর অনুষ্ঠানটি দেখা যাবে চ্যানেল আইয়ে।