ফিজিক্স অলিম্পিয়াডের চারটি আঞ্চলিক উৎসব শুক্রবার
ফিজিক্স অলিম্পিয়াডের চারটি আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। নোয়াখালী, কুমিল্লা, রাজশাহী ও বরিশাল অঞ্চলে এসব উৎসব অনুষ্ঠিত হবে।
ওই দিন সকাল আটটায় নোয়াখালী জিলা স্কুলে অনুষ্ঠিত হবে নোয়াখালীর আঞ্চলিক পর্ব। একই সময়ে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহীর রাজশাহী কলেজে ও বরিশালের এ কে ইনস্টিটিউশন অনুষ্ঠিত হবে অন্য তিনটি আঞ্চলিক পর্ব।
এদিকে আগামী ১ ফেব্রুয়ারি দুটি উৎসব অনুষ্ঠান হবে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও ফরিদপুরে সরকারি ইয়াছিন কলেজে। ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ক্যাটাগরিতে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। ‘এ’ ক্যাটাগরিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির, ‘বি’ ক্যাটাগরিতে অষ্টম ও নবম শ্রেণির এবং ‘সি’ ক্যাটাগরিতে দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। রাজশাহী অঞ্চল বাদে আগ্রহী শিক্ষার্থীরা এখনো অনলাইন নিবন্ধন করতে পারবে।
শুধু নিবন্ধিত শিক্ষার্থীরাই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে লিখিত ও বহুনির্বাচনী পরীক্ষার মাধ্যমে। আঞ্চলিক পর্বে বিজয়ী শিক্ষার্থীরাই পরে জাতীয় পর্বে অংশ নিতে পারবে।
ফিজিক্স অলিম্পিয়াডের আয়োজনে থাকবে প্রশ্নোত্তর পর্ব। সেরা প্রশ্নকারীদের জন্য থাকবে পুরস্কার। আর এসব প্রশ্নের জবাব দেবেন শিক্ষক ও গবেষকেরা।
বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি আয়োজিত এই অলিম্পিয়াডে পৃষ্ঠপোষকতায় রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো। সহযোগিতায় বন্ধুসভা।
আঞ্চলিক আয়োজনে প্রতিটি ক্যাটাগরি থেকে সেরা ১৫ জন বা তার অধিক প্রতিযোগী জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। জাতীয় পর্বে বিজয়ীদের নিয়ে আয়োজন করা হবে প্রস্তুতি ক্যাম্প। এ বছর সর্বোচ্চ আটজন সুযোগ পাবে তাইওয়ানে অনুষ্ঠিত ২১তম ফিজিক্স অলিম্পিয়াডে। এ ছাড়া পাঁচজন করে সুযোগ পাবে লিথুনিয়াতে অনুষ্ঠিতব্য ৫১তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড এবং রোমানিয়ায় অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান অলিম্পিয়াডে।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি থেকে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২০’-এর আঞ্চলিক পর্বের উৎসব শুরু হয়। ইতিমধ্যে চারটি অঞ্চলের উৎসব শেষ হয়েছে।