প্রধানমন্ত্রী আজ কলাপাড়া যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গাবালী ও সমুদ্রসৈকত কুয়াকাটা সফর করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আজ বেলা ১১টায় পটুয়াখালী জেলার নবগঠিত রাঙ্গাবালী উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর ১২টায় সমুদ্রসৈকত কুয়াকাটায় পর্যটন করপোরেশনের অধীন যুব পান্থনিবাসের উদ্বোধন, এরপর নবগঠিত কুয়াকাটা পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কুয়াকাটার তুলাতলী গ্রামে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল উদ্বোধন ও স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা দুইটায় মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠ থেকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের আন্দারমানিক নদীর ওপর শহীদ শেখ কামাল সেতু, হাজীপুরে সোনাতলা নদীর ওপর শহীদ শেখ জামাল সেতু, মহিপুর-আলীপুরে শিববাড়িয়া নদীর ওপর শহীদ শেখ রাসেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া বেলা তিনটায় কলাপাড়া পৌর শহরের মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। কলাপাড়া উপজেলাবাসীর নতুন দাবির মধ্যে রয়েছে দেশের ব্যবসা-বাণিজ্য আর পর্যটনের অফুরন্ত সম্ভাবনাময় উপজেলা কলাপাড়াকে জেলা ঘোষণা, কলাপাড়া উপজেলার রামনাবাদ নদীর মোহনায় লালুয়া ইউনিয়নের চাড়িপাড়ায় দেশের তৃতীয় সমুদ্রবন্দর স্থাপন এবং গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর মহিপুরকে থানা ঘোষণা।