প্রধান তথ্য কমিশনারকে অব্যাহতি
প্রধান তথ্য কমিশনার আবদুল মালেককে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সরকার। একই সঙ্গে তথ্য কমিশনার শহীদুল আলমকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে আবদুল মালেক ও শহীদুল আলমকে অব্যাহতি দেওয়ার এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
গত বছরের মার্চে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব আবদুল মালেক। প্রধান তথ্য কমিশনার হওয়ার আগে ২০২০ সালের জানুয়ারি থেকে তথ্য কমিশনার (জ্যেষ্ঠ সচিব) হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।
আবদুল মালেক বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি প্রশাসনের বিভিন্ন পদে চাকরি করে ২০১৯ সালের ৩০ ডিসেম্বরে অবসরে যান। এরপর ২০২০ সালের জানুয়ারিতে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় তাঁকে।