প্রথম আলো এবার দুটি সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। আর এই সম্মান ও স্বীকৃতির খুশির সংবাদটিই প্রথম আলোর সুহৃদ, ব্যবসায়ী ও বিজ্ঞাপনদাতাদের নিয়ে উদ্যাপন করল প্রথম আলো। এই অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁরা বলেছেন, প্রথম আলো শুধু একটি পত্রিকাই নয়, সংবাদের বাইরেও তারা নানামুখী কল্যাণমূলক কাজ করছে। সঠিক তথ্য দিয়ে মানুষের সেবা করছে। একই সঙ্গে প্রথম আলোর সঙ্গে চলমান সহযোগিতামূলক সম্পর্কও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, সংবাদমাধ্যমের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২’-এ ‘বেস্ট ইউজ অব প্রিন্ট’ ক্যাটাগরিতে প্রথম স্থান এবং ‘বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভারটাইজিং সেলস’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রথম আলো। বিশ্বের পত্রিকা, টেলিভিশন, রেডিওসহ সংবাদমাধ্যমের জন্য সম্মানজনক এই পুরস্কারের আসরে প্রথমবারের মতো ‘শীর্ষ পুরস্কার’ পেয়েছে বাংলাদেশি কোনো সংবাদমাধ্যম। ৯ জুন ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
আজকের চা চক্র অনুষ্ঠানে অংশ নিয়ে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন, ‘প্রথম আলো শুধু সংবাদ দিচ্ছে না, তারা মানুষের সেবাও করছে। কারণ, মানুষকে সঠিক তথ্য দেওয়াটিও আমার কাছে সবচেয়ে ভালো সেবা মনে হয়। কারণ, পত্রিকা বা টেলিভিশনের তথ্যের ওপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নিই।’
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বৃদ্ধির ক্ষেত্রে প্রথম আলোর পরোক্ষ ভূমিকা থাকার কথা উল্লেখ করেন বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।
আবাসন প্রতিষ্ঠান বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান বলেন, তাঁরা মনে করেন দুটি পত্রিকায় বিজ্ঞাপন দিলেই সব কাভার হয়ে যায়। প্রথম আলোর আন্তর্জাতিক পুরস্কারে তাঁরাও গর্বিত।
বক্তৃতার ফাঁকে ‘তোমার খোলা হাওয়া...’ গান গেয়ে শোনান পদ্মা ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান সায়ন্তনী ত্বিষা।
অতীতের মতো ভবিষ্যতেও প্রথম আলোর সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন শেল্টেক্ প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ হোসেন ভূঁইয়া।
বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মাইন্ড শেয়ারের কার্যনির্বাহী পরিচালক তাসনুভা আহমেদ পাঠক তৈরির করার ক্ষেত্রে প্রথম আলোর ভূমিকা প্রত্যাশা করেন।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ব্যবসায়ী ও বিজ্ঞাপনদাতাদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে প্রথম আলোর সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা করেন, প্রথম আলোর সঙ্গে এই যোগাযোগ ও সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রথম আলোর ওই দুটি সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার ক্ষেত্রে ব্যবসায়ী ও বিজ্ঞাপনদাতাদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
উপস্থিত ব্যবসায়ী ও বিজ্ঞাপনদাতাদের উদ্দেশে মতিউর রহমান বলেন, ‘প্রথম আলো কেবল শুধুই পত্রিকা নয়। আরও নানা ধরনের কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। আপনারা আছেন বলেই কাজগুলো করতে পারছি। আমরা সব ক্ষেত্রে বাংলাদেশের জয় দেখতে চাই।’
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক মঙ্গা দূর করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা ক্রমাগতভাবে প্রথম আলোয় মঙ্গা নিয়ে লিখেছি। এখন উত্তরবঙ্গে আর মঙ্গা হয় না। মঙ্গা দূর করার কাজটি করেছে সরকার, জনগণ, এনজিওরা। অর্থাৎ আমরা যদি আমাদের কাজটুকুই করি, সেটা পুরস্কার দেয়।’
চা চক্র অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, আবাসন প্রতিষ্ঠান অ্যাসেটের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রসুল, আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তেলায়াত হোসেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশনস ইকরাম কবীর, নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ, কোকাকোলা বাংলাদেশের কান্ট্রি মার্কেটিং ম্যানেজার আবীর রাজবিন, ট্রান্সকম বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং শারফুদ্দিন ভূইয়া, কোহিনূর গ্রুপের ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড) গোলাম কিবরিয়া সরকার, আরলা ফুডস বাংলাদেশের (ডানো) হেড অব মার্কেটিং গালিব বিন মোহাম্মদ, টি কে গ্রুপের হেড অব ব্র্যান্ড ইব্রাহিম খলিল, এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঞ্জিব চ্যাটার্জি, ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম, এডিসন গ্রুপের পরিচালক (মার্কেটিং) আহমেদ পাশা, আকিজ টেবিল ওয়্যারের পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, কনকর্ড গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক অনুপ কুমার সরকার, ইউনাইটেড ইউনিভার্সটির পরিচালক (জনসংযোগ) আবু সাদাত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর হেড অব কমার্শিয়াল মনোয়ার হোসেন খান, প্রথম আলোর হেড অব ডিজিটাল বিজনেস জাবেদ সুলতান ও হেড অব মার্কেটিং আজওয়াজ খান।