প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বাধা নেই

প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বলে গত বুধবার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।এতে বলা হয়েছে, প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের এ পরীক্ষায় অংশগ্রহণে কোনো অস্পষ্টতা নেই। নীতিমালা ও নির্দেশনা অনুসারে কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হলো। এ সংক্রান্ত আরও তথ্যের জন্য www.dpe.gov.bd ওয়েবসাইট থেকে নীতিমালার প্রয়োজনীয় তথ্য দেখে নেওয়ার অনুরোধ করা হয়েছে।আগামী ২১, ২২ ও ২৪ নভেম্বর সারা দেশে ও দেশের বাইরে (বহিঃবাংলাদেশ) একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে শারীরিক প্রতিবন্ধীরা অংশ নিতে পারবে কি না, তা নিয়ে অস্পষ্টতা দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে এ বিবরণী প্রকাশ করা হয়।পরীক্ষায় অংশগ্রহণের জন্য যদি কোনো প্রতিবন্ধী পরীক্ষার্থী শ্রুতি লেখক নিয়োগ করতে চায়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করলে তাকে অনুমতি দিতে হবে। শ্রুতি লেখক একই বিদ্যালয় অথবা প্রয়োজনে যেকোনো বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর বেশি হতে পারবে না।