প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের দায়ে এক যুবককে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত যুবককে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল জেলা নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আনিস সরদার (৩৬)। তিনি বরিশালের গৌরনদী উপজেলার কান্দিপাশা গ্রামের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১০ মে মানসিক প্রতিবন্ধী ওই কিশোরীকে আনিস সরদার পাশের এক ভিটার খড়কুটোর গাদার মধ্যে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ১৩ মে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে গৌরনদী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম আদালতে অভিযোগপত্র জমা দেন।


এ বিষয়ে জানতে চাইলে নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি মো. ফয়েজুল হক বলেন, মামলার সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আসামির উপস্থিতিতে আজ এই রায় দেন আদালত।