পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘পুলিশ আমাদের কথা মান্য করে। আমাদের কথার বাইরে বিনা কারণে কাউকে গ্রেপ্তার করে না। পুলিশ ইসির নিয়ন্ত্রণে আছে। পুলিশকে ইসি নির্দেশ দিয়েছে। পুলিশ আমাদের কথা দিয়েছে এবং সেই নির্দেশ অনুযায়ী কাজ করছে।’

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সম্মেলন কক্ষে ১৮টি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুরুল হুদা এ কথা বলেন।

সিইসি কে এম নুরুল হুদা বলেন, ‘ইসির কাছে সরকারের কোনো নির্দেশ নেই। নির্বাচনসংক্রান্ত বিষয়ে আমাদের নির্দেশ মাঠে আছে এবং সেটা মাঠে প্রতিফলিত হচ্ছে।’

মতবিনিময় সভায় ১৮টি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সভায় সিইসি কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

এর আগে ইসির সঙ্গে পুলিশ ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সভা হয়।