পুরোনোদের অনুপস্থিতিতে নতুনদের দায়িত্ব গ্রহণ
পুরোনোদের অনুপস্থিতিতে রাজশাহীর বাগমারার নবনির্বাচিত চেয়ারম্যানেরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিউল ইসলাম নবনির্বাচিত চেয়ারম্যান অনিল কুমার সরকার, পুরুষ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান ও নারী ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তারকে দায়িত্বভার বুঝে দেন। অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য পুরোনো (সদ্য বিদায়ী) চেয়ারম্যানদের আমন্ত্রণ জানানো হলেও তাদের কেউ উপস্থিত ছিলেন না। এবারই প্রথম পুরোনোদের অনুপস্থিতিতে নবনির্বাচিতদের দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হলো। সদ্য বিদায়ীরা হলেন চেয়ারম্যান জাকিরুল ইসলাম, পুরুষ ভাইস চেয়ারম্যান সরদার রেজাউল করিম ও নারী ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার।
এ প্রসঙ্গে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, পুরোনোরা অনুষ্ঠানে উপস্থিত থাকলে ভালো হতো। উভয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক বজায় থাকত। তবে কেন তাঁরা উপস্থিত ছিলেন না, তা বোধগম্য নয়। তবে এ প্রসঙ্গে পুরোনো চেয়ারম্যানেরা বলেন, তারা আগের মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।
আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান, রিয়াজ উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, থানার ওসি আতাউর রহমান প্রমুখ। প্রথম দফায় গত ১০ মার্চ এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়।