পুনরায় চালু হচ্ছে ঢাকা–যশোরে বিমানের ফ্লাইট
পুনরায় চালু হচ্ছে ঢাকা-যশোর-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। ২৮ মার্চ থেকে এ রুটে সপ্তাহে নয়টি ফ্লাইট পরিচালিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
করোনাভাইরাস মহামারির কারণে পরিস্থিতির অবনতি হলে গত বছরের ১৫ আগস্ট থেকে বন্ধ ছিল এই ফ্লাইট।
পাশাপাশি ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইটের সংখ্যাও বাড়ানো হবে। সপ্তাহে ৩টির বদলে এখন থেকে ফ্লাইট চলবে ১০টি।
২৬ মার্চ ঢাকা-বরিশাল রুটের ফ্লাইটও পুনরায় চালুর কথা আগেই ঘোষণা দেওয়া হয়েছে।
বর্তমানে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ও সৈয়দপুর রুটে বিমানের ফ্লাইট চলছে বলে প্রথম আলোকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
এ ছাড়া ঢাকার বাইরে গত বছরের নভেম্বরে সিলেট-কক্সবাজার-সিলেট ও চলতি বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট চালু হয়েছিল।
বর্তমানে বন্ধ আছে ঢাকা-রাজশাহীর ফ্লাইট।