পিরোজপুর ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

পিরোজপুর জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪০ জন। পিরোজপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

পিরোজপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলায় একজন, কাউখালী উপজেলায় দুজন, ভান্ডারিয়া উপজেলায় একজন ও নেছারাবাদ উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলার সাত উপজেলায় নতুন করে ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় নমুনা পরীক্ষার পর মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ৯৪৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭১ জন। মোট মারা গেছেন ৪৯ জন।

এ ছাড়া পিরোজপুরে আইসোলেশনে ১৯ জন রোগী ভর্তি রয়েছেন। ২৪ ঘণ্টায় ১০৪টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার করোনা সংক্রমণের হার শতকরা ৩৮ দশমিক ৪৬ শতাংশ।

পিরোজপুরের সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকি বলেন, ‘করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। আমাদের জেলায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ৯২টি শয্যা রয়েছে। বর্তমানে ৬৩ জন রোগী হাসপাতালগুলোয় ভর্তি রয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে শয্যা সংখ্যা বাড়ানো হবে।’