পরিবেশমন্ত্রী করোনায় আক্রান্ত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর আজ বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দীপংকর বর বলেন, গতকাল মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) শাহাব উদ্দিনের নমুনা দেওয়া হয়। আজ করোনা পজিটিভি আসে।
তথ্য কর্মকর্তা বলেন, মন্ত্রীর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁরা তিনজনই সুস্থ হয়েছেন। তবে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ মারা যাওয়ার পর পরীক্ষায় করোনা ধরা পড়েছিল। এ ছাড়া আ ক ম মোজ্জাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত সাংসদ নির্বাচিত হন মো. শাহাব উদ্দিন। তিনি এ পর্যন্ত চারবার সাংসদ নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী হিসেবে শপথ নেন।