পররাষ্ট্রসচিব সেপ্টেম্বরে নয়াদিল্লি সফরে যেতে পারেন
বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সেপ্টেম্বরের মাঝামাঝি সময় নয়াদিল্লি সফর করতে পারেন। ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস গতকাল রোববার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
নাম প্রকাশ না করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে বলেন, ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা ১৮ থেকে ১৯ আগস্ট ঢাকা সফর করেন। এ সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিবকে ভারত সফরের আমন্ত্রণ জানান। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব ভারত সফর করবেন।
বাংলাদেশ হাইকমিশনের ওই কর্মকর্তা বলেন, মাসুদ বিন মোমেনের নয়াদিল্লি সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি সফরটি হতে পারে বলে মনে করছে বাংলাদেশ হাইকমিশন।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন সূত্রের তথ্য সমর্থন করেন ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এই কর্মকর্তা বলেন, তারিখ চূড়ান্ত না হলেও মাসুদ বিন মোমেনের নয়াদিল্লি সফরের প্রস্তুতি চলছে।
দুই দেশের সম্পর্ক নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে নানা জল্পনার পটভূমিতে ১৮ আগস্ট ‘হঠাৎ’ ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। দুই দিনের সফরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা নিয়ে শ্রিংলা ঢাকা ঘুরে যান।
করোনার সংক্রমণের পর্বে দুই দেশের সহযোগিতা জোরদার করার বিষয়ে তাঁর দেশের বিভিন্ন প্রস্তাব নিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। এ ছাড়া তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজ সভায় দুই দেশের সম্পর্কের নানা বিষয়ে আলোচনা করেন।