পথেঘাটে শোভা পাচ্ছেন বেবী নাজনীন!
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বেশ সোচ্চার তিনি। ওই সংসদীয় এলাকার প্রতিটি হাটবাজার, পথেঘাটে শোভা পাচ্ছে তাঁর পক্ষে রঙিন পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড।
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি মুঠোফোনে বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রধান দাবি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। তিনি মুক্ত না হলে আমরা সংসদ নির্বাচনে যাচ্ছি না। এ জন্য দেশে ও বিদেশে ব্যাপক জনমত গড়তে কাজ করে যাচ্ছি আমরা।’
নির্বাচনী এলাকায় পোস্টার ও ব্যানার প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, ‘দল নির্বাচনে গেলে আমি মনোনয়ন চাইব। স্থানীয় বিএনপি আমার পক্ষে জনসংযোগ শুরু করেছে। সাধারণ লোকজনও এতে অংশ নিচ্ছেন। তাঁরাই এসব পোস্টার, ফেস্টুন ও ব্যানার লাগাচ্ছেন। আর আমার জন্মস্থান সৈয়দপুর। সে কারণে ওই এলাকায় কাজ করাটা আমার নৈতিক দায়িত্ব।’
সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সদস্য আইনজীবী এস এম ওবায়দুর রহমান বলেন, ‘বেবী নাজনীন দলের কেন্দ্রীয় নেতা। এ ছাড়া সারা দেশে তাঁর জনপ্রিয়তা রয়েছে। দল নির্বাচনে গেলে তিনিই হবেন আমাদের নীলফামারী-৪ আসনের প্রার্থী।’
যদিও স্থানীয় বিএনপির একটি অংশ সাবেক সাংসদ ও সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকারের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছে।