নড়াইলে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে চিকিৎসক আহত

রোগী দেখার হাসপাতালের ছাদের পলেস্তারা খসে মাথায় আঘাত পেয়েছেন ডা. সুতপা সাহা
ছবি: প্রথম আলো

নড়াইল সদর হাসপাতালে রোগী দেখার সময়ে ছাদের পলেস্তারা খসে মাথায় আঘাত পেয়েছেন চিকিৎসক সুতপা সাহা। আজ সোমবার দুপুরে হাসপাতালের নিচতলায় ১১০ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সুতপা গাইনি বিভাগের চিকিৎসা কর্মকর্তা। দুঘ৴টনার পর তাঁকে হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচারকক্ষে নিয়ে মাথায় সেলাই দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা জানান, সুতপা ওই কক্ষে বহির্বিভাগের গাইনি রোগী দেখছিলেন।

দুপুর ১২টার দিকে হঠাৎ করে ছাদের অনেক পলেস্তারা খসে তাঁর টেবিলে পড়তে থাকে। এ সময় কিছু পলেস্তারা তাঁর মাথায় পড়লে মাথা ফেটে যায়। তবে ওই সময় কক্ষে থাকা রোগীদের কেউ আহত হননি। আহত চিকিৎসক সুতপা সাহা জানান, রোগী দেখার একপর্যায়ে হঠাৎ মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মাটিতে পড়ে যান। পরে বুঝতে পারেন, মাথায় ছাদের বড় অংশ খসে পড়েছে।

রোগী দেখার একপর্যায়ে ছাদের পলেস্তারা খসে চিকিৎসকের টেবিলে ও মাথায় পড়ে
ছবি: প্রথম আলো

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এফ এম মশিউর রহমান বলেন, সুতপার অবস্থা স্থিতিশীল। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটি পুরোনো হওয়ায় মাঝেমধ্যেই পলেস্তারা খসে পড়ে। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকেও বিভিন্ন সময় জানানো হয়েছে।