নড়াইলে করোনায় তিন দিনে চারজনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

নড়াইলে করোনায় আক্রান্ত হয়ে গত তিন দিনে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় একই গ্রামের দুজন, লোহাগড়া ও কালিয়া উপজেলায় একজন করে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৪। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৩৮ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪০ দশমিক ৪৩ শতাংশ।

জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি গ্রামের খাদিজা পরভীন (৪০) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি ওই গ্রামের হাসেম শিকদারের মেয়ে। খুলনার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। একই গ্রামের রেজাউল মোল্লা (৬৫) রোববার রাত আটটার দিকে ঢাকার মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতালে মারা যান। শনিবার দুপুরে মারা গেছেন কালিয়া উপজেলার চণ্ডিনগর গ্রামের ইয়ার আলী (৬০)।

পার্শ্ববর্তী তেরখাদা উপজেলা হাসপাতালে তিনি মারা যান। লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশার সৌদিপ্রবাসী শাহাবুর রহমানের স্ত্রী পারভীন আক্তার (৪০) মারা গেছেন শনিবার ভোরে। খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জেলায় সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী। তাই গতকাল রোববার রাত ১২টা থেকে পুরো নড়াইল জেলায় এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।’