নুসরাতের পরিবারের পাঁচ লাখ টাকা ঋণ মওকুফ
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারের পাঁচ লাখ টাকা ঋণ মওকুফ করে দিয়েছে এনজিও ব্যুরো বাংলাদেশ। নুসরাত হত্যার বিচার দাবিতে আজ শনিবারও সোনাগাজীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ঋণের টাকা মওকুফ
ব্যুরো বাংলাদেশের সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী শাখার ব্যবস্থাপক লুৎফুর রহমান বলেন, নিহত নুসরাতের মায়ের নামে ব্যুরো বাংলাদেশ থেকে ৪ লাখ টাকা ও আগের নেওয়া আরও ১ লাখ ১২ হাজার ৪০০ টাকা ঋণ ছিল। এসব ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে।
লুৎফুর রহমান জানান, ঋণের বিষয়ে সংস্থার পরিচালনা পর্ষদ জরুরি সভা ডেকে ক্ষতিগ্রস্ত পরিবারের কথা বিবেচনা করে প্রধান কার্যালয়ের সভায় ঋণ মওকুফের বিষয়ে সিদ্ধান্ত হয়। গতকাল শুক্রবার বিকেলে তিনিসহ ব্যুরোর সোনাগাজী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা কাজী মো. ইয়াদ আলী নুসরাতের বাড়িতে গিয়ে বিষয়টি জানিয়ে আসেন।
নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান প্রথম আলোকে ব্যুরো বাংলাদেশের পক্ষ থেকে তাঁদের পরিবারের ঋণের টাকা মওকুফের বিষয়টি নিশ্চিত করেন।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
নুসরাত হত্যায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ জড়িত আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে উপজেলার মঙ্গলকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে ও সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাঈল হোসেন সিরাজী, প্রধান শিক্ষক মো. ফয়েজ উল্যাহ, জ্যেষ্ঠ শিক্ষক সেলিম উদ্দিন, শিউলি ভৌমিক, দশম শ্রেণির শিক্ষার্থী ছাদিয়া বিনতে জামান প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন।
৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত মারা যান। এ ঘটনায় পুলিশ ২২ জনকে গ্রেপ্তার করেছে।