নির্বাচনে বাধা কাটল রেজা কিবরিয়ার
রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে নির্বাচন করতে রেজা কিবরিয়ার আর কোনো বাধা নেই। আজ শুক্রবার আপিল শুনানির দ্বিতীয় দিনে রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেয় কমিশন। রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে গণফোরামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
সম্প্রতি ড. কামাল হোসেনের গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। এরপর ২৮ নভেম্বর গণফোরাম থেকে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
যাচাই-বাছাইয়ের দিন ২ ডিসেম্বর রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করেন হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। কারণ হিসেবে বলা হয়, সিটি ব্যাংক ক্রেডিট কার্ড ডিভিশন এবং ঢাকা ব্যাংক থেকে অভিযোগের ভিত্তিতে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
রেজা কিবরিয়ার বাবা শাহ এ এম এস কিবরিয়া ২০০১ সালে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সাংসদ ছিলেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন।