নাটোরে প্রিসাইডিং কর্মকর্তার কারাদণ্ড
নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে অবৈধভাবে প্রভাব বিস্তারের কারণে কর্তব্যরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আতিকুর রহমানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ পরিদর্শনে গিয়ে এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আতিকুর রহমান মহরকয়া ভোকেশনাল ইনস্টিটিউটের সহকারী শিক্ষক। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি বলেন, আতিকুর রহমান ফুটবল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিলেন। এই ঘটনায় তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে করিমপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে শ্যামল কুমার ও রবিউল ইসলাম নামে বহিরাগত দুজনকে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ মহল।