দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি প্রধান বিচারপতির আহ্বান

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন
ফাইল ছবি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বিচার বিভাগ পুরোপুরি ডিজিটালাইজড করতে পারলে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা যাবে। এ বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছে।

দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের ভার্চ্যুয়াল বিশেষ ফুল কোর্ট সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

সভায় বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর কর্মজীবন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রধান বিচারপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্রুততম সময়ে একটি সংবিধান উপহার দিয়েছেন। তিনি আইনের শাসনে বিশ্বাস করতেন। দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করতে পারলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেন। বেলা তিনটা থেকে সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত ফুল কোর্ট সভা চলে।