দেশি পিপিই, মাস্কের ওপর ভ্যাট ছাড়
পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও সার্জিকাল মাস্কের (ফেস মাস্কসহ) স্থানীয় উৎপাদন, ব্যবসায়ী ও জোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয় কোনো প্রতিষ্ঠান এসব পণ্য উৎপাদন করলে এই কর সুবিধা পাবে।
আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ এই ভ্যাট ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই ভ্যাট ছাড় পাওয়া যাবে।
এর আগে গত ২২ এপ্রিল পিপিইসহ আনুষঙিÍক সব সামগ্রির উপর আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, ভ্যাটসহ যাবতীয় শুল্ক-কর প্রত্যাহার করেছিল এনবিআর।