দুর্গাপূজায় তিন দিন ছুটি চায় হিন্দু মহাজোট

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে হিন্দুসম্প্রদায় যাতে নির্ভয়ে ধর্মীয় উৎসব পালন করতে পারে, সে লক্ষ্যে দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ৫০টি আসন সংরক্ষণ, সংরক্ষিত আসনে আলাদা নির্বাচনের ব্যবস্থা করা ও সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবির কথাও তুলে ধরা হয়। হিন্দুসম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও সংসদে হিন্দুদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে এই দাবিগুলো মানতে হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সভাপতি বিধান বিহারী গোস্বামী, নির্বাহী সভাপতি দীনবন্ধু রায়, সিনিয়র সহসভাপতি প্রদীপ চন্দ্র পাল, যুগ্ম মহাসচিব সুজন দে প্রমুখ বক্তব্য দেন ।