দাউদকান্দিতে গাড়ির চাকায় পিষ্ট অজ্ঞাতনামা ব্যক্তি
কুমিল্লার দাউদকান্দিতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ছান্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাতটার দিকে অজ্ঞাতনামা ওই পুরুষ উপজেলার ছান্দ্রা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি গাড়ি তাঁকে চাপা দেয়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজন পুলিশকে বিষয়টি অবগত করে। পরে দাউদকান্দি হাইওয়ে থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা লাশটি উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার এসআই সফর উদ্দিন বলেন, লাশটি উদ্ধার করে আপাতত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।