তরুণদের স্বেচ্ছাশ্রমে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার
রাতদিন ব্যস্ত সড়ক দিয়ে ছোট–বড় অসংখ্য যানবাহন দ্রুতবেগে চলাচল করে। সড়কের দুই পাশে হয় বাড়িঘরের সীমানাপ্রাচীর, নয়তো ঝোপঝাড়। সড়কের পাশ খালি না থাকায় সাধারণ পথচারী, স্কুলের শিক্ষার্থী সবাইকে সরাসরি সড়কের ওপর দিয়েই চলতে হয়। যানবাহন এলে সড়ক ছেড়ে দাঁড়ানোর সুযোগ নেই। বাধ্য হয়ে সড়কের মধ্যেই দাঁড়িয়ে থাকতে হয় সবাইকে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
একবেলা স্বেচ্ছাশ্রম দিয়ে পথচারীদের এই ভোগান্তি দূর করেছে একদল তরুণ। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের’ সদস্যদের উদ্যোগে গতকাল শুক্রবার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার-শেরপুর অংশে প্রায় তিন কিলোমিটার সড়কের দুই পাশ পরিষ্কার করা হয়েছে।
গতকাল সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার কামালপুর ইউনিয়নের থানার বাজারের গয়ঘর এলাকায় দেখা গেছে, লাল গেঞ্জি পরা বেশ কিছু তরুণ আরও অনেকের জন্য অপেক্ষা করছেন। সকাল ছয়টায় আসার কথা ছিল সবার। আগের রাত থেকে বৃষ্টি ঝরতে থাকায় পূর্বনির্ধারিত সময়ে অনেকেই আসতে পারেননি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এদিক–ওদিক থেকে আসা লাল গেঞ্জি পরা তরুণের উপস্থিতি বাড়তে থাকে। তাঁদের কারও হাতে দা, কারও হাতে কোদাল। ছোট আকারের গাছ, ঝোপ কাটার জন্য একটি যন্ত্রও জোগাড় করা হয়েছে। সকাল আটটা পেরোতেই উপস্থিত সবাই ঝাঁপিয়ে পড়েন আগাছা ও ঝোপঝাড় পরিষ্কারে।
সংগঠনের সভাপতি আবদুস সামাদ খান, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সহসাধারণ সম্পাদক মৃদুল ইসলাম, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির সমন্বয়ক মিজানুর রহমান, সহযোগী সমন্বয়ক সজলু আহমদ, সুহেল আহমদ, ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদসহ প্রায় অর্ধশত সদস্য অংশ নেন।
আবদুস সামাদ খান বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে আর্থসামাজিক কার্যক্রম, মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিসহ নানা ধরনের কাজ করছি। তারই ধারাবাহিকতায় সড়কে পথচারী ও শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিমুক্ত করতে এই উদ্যোগ।’