ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

চলতি বছরের প্রথম হজ ফ্লাইটে ৪১০ জন হজযাত্রী রয়েছেন
ছবি: পিআইডি

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আজ রোববার সকালে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ৪১০ জন হজযাত্রী নিয়ে আজ সকাল ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

সৌদি আরবের স্থানীয় সময় আজ বেলা পৌনে একটার দিকে ফ্লাইটটি জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।

গত শুক্রবার ‘হজ কার্যক্রম ২০২২’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রথম হজ ফ্লাইট শুরু হলো।

করোনা মহামারির কারণে গত দুই বছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও কেউ হজে যেতে পারেননি। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর বিভিন্ন দেশ থেকে ১০ লাখ মুসল্লিকে হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি পবিত্র হজে যেতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবার প্রায় ২৯ হাজার হজযাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাসের বাংলাদেশ থেকে হজ যাত্রী পরিবহনের কথা রয়েছে।

এবার সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ রয়েছে। প্রথম প্যাকেজে খরচ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। দ্বিতীয় প্যাকেজে খরচ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ কোরবানি ছাড়া ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রোড টু মক্কা’ উদ্যোগের মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করা হয়েছে। হজযাত্রীদের জন্য ডেডিকেটেড বিমান-সুবিধা দেওয়া হচ্ছে। হজযাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা ঢাকা থেকেই শেষ করা হচ্ছে।

এবারের হজে বিমান ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ঢাকা-জেদ্দা গন্তব্যে ৫১টি ও ঢাকা-মদিনা গন্তব্যে ১৪টি ফ্লাইট পরিচালনা করা হবে।