জিয়ার কবর সরানোর অনুরোধ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরসহ জাতীয় সংসদ ভবনের ‘মূল নকশার বাইরে’ যেসব স্থাপনা রয়েছে, তা সরানোর অনুরোধ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ শনিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মোজাম্মেল হক এ অনুরোধ জানান।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জাতীয় সংসদ চত্বরে মূল নকশার বাইরে জিয়াউর রহমানের কবরসহ আরও কিছু কবর রয়েছে। তিনি এগুলো অপসারণের অনুরোধ করেন।
প্রসঙ্গত, গত নবম ও দশম জাতীয় সংসদের একাধিক বৈঠকে জাতীয় সংসদ চত্বর থেকে জিয়াউর রহমানের কবরসহ লুই আইকানের করা নকশার বাইরে যেসব স্থাপনা রয়েছে, তা সরানোর বিষয়ে কথা ওঠে। এই প্রেক্ষাপটে গণপূর্ত মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয় উদ্যোগী হয়ে যুক্তরাষ্ট্র থেকে লুই কানের মূল নকশা সংগ্রহ করে। ২০১৬ সালের ডিসেম্বরে নকশা পৌঁছায় সংসদ সচিবালয়ে। অবশ্য এখন পর্যন্ত নকশাবহির্ভূত কোনো স্থাপনা সরানোর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।