জাবিতে পাখি মেলা
>পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে ২০০১ সাল থেকে নিয়মিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলার আয়োজন করা হচ্ছে। ‘পাখপাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’ স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারের আয়োজনে আজ শুক্রবার দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে আন্তবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ প্রভৃতি।