এক যুগ পর ঢাবিতে ছাত্রদলের পোস্টার, ছিঁড়ে ফেলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা ও আবাসিক হলগুলোতে দলীয় পোস্টার সাঁটিয়েছিল ছাত্রদল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়। ছাত্রদলের অভিযোগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের পোস্টার ছিঁড়েছেন। তবে ছাত্রলীগ বলছে, নিজেদের ‘সাংগঠনিক দুরবস্থার’ দায় তাদের ওপর চাপাতে এই অভিযোগ করছে ছাত্রদল।
আগামী ১ জানুয়ারি সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি হল শাখার নেতাদের কাছে প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার বিতরণের মাধ্যমে ক্যাম্পাসে পোস্টার সাঁটানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
ছাত্রদল নেতা-কর্মীরা জানান, গতকাল সন্ধ্যায় টিএসসিতে পোস্টারিং করা হয়। এরপর আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীমউদদীন হল, মাস্টারদা সূর্য সেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, স্যার এ এফ রহমান হল, সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলে পোস্টার সাঁটান ছাত্রদলের হল শাখাগুলোর নেতা-কর্মীরা।
ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রায় এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর অভ্যন্তরে আমরা কোনো বাধা ছাড়াই পোস্টারিং করতে পারলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের উপস্থিতিতে ও নির্দেশে শনিবার আমাদের পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়। পরে আজ সকালে ও দুপুরে আবার তাঁর উপস্থিতিতে ও নির্দেশে হলগুলোতে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা ছাত্রলীগের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এই আচরণের নিন্দা জানাই।’
তবে সাদ্দাম হোসেন পোস্টার ছেঁড়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ছাত্রদলের অভিযোগটি সর্বৈব মিথ্যা। ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে দেয়াললিখন করা হচ্ছে, সেটি পর্যবেক্ষণ করতে আমি ক্যাম্পাসে গিয়েছিলাম। ছাত্রদলের নেতাদের পোস্টারিং করতে দেখেছি, কিন্তু পোস্টার আমরা ছিঁড়িনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলে বহু বিভক্তি। নিজেদের সাংগঠনিক এই দুরবস্থার দায় ছাত্রলীগের ওপর চাপাতেই ভিত্তিহীন অভিযোগ করছেন ছাত্রদল নেতারা।’