চুক্তিতে এক বছর মেয়াদ বাড়ল র্যাবের মহাপরিচালকের
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের চাকরির মেয়াদ এক বছর বাড়িয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার একজন কর্মকর্তা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তাঁর (এ কে এম শহিদুর) অবসরোত্তর ছুটি ও তদ্সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার দুদিন পর (৭ আগস্ট) পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। র্যাবের মহাপরিচালক হওয়ার আগে তিনি পুলিশ অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন।