২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চালের দাম কমছে, তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
ফাইল ছবি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অবৈধ মজুতদারির বিরুদ্ধে অভিযান শুরুর পর চালের মূল্য নিম্নগতি হয়েছে। তবে এখনো নিয়ন্ত্রণে তা বলা যাবে না। চালের দাম কমতে শুরু করেছে। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যে অভিযান চলছে, সেটি অব্যাহত থাকবে।

খাদ্যমন্ত্রী বলেন, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পরদিন মঙ্গলবার থেকে সারা দেশে সাঁড়াশি অভিযানের মতো চলছে। বন্ধের দিনেও অভিযান চলছে। অনেক জায়গায় অবৈধ মজুত ধরা পড়ছে। তিনি আরও বলেন, ‘চালের দাম নিয়ন্ত্রণে বলব না, তবে নিম্নগতি হয়েছে।’

কাল সোমবার সভা আছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, সেখানে পুরো বিষয় আলোচনা করে আরও কী কী ব্যবস্থা নেওয়া যায়, সেটি ঠিক করা হবে।

এর আগে খাদ্যমন্ত্রী বলেছিলেন, বড় বড় করপোরেট হাউস ধান–চাল সংগ্রহ করছে। এসব প্রতিষ্ঠানের নিজস্ব মিল না থাকলে তারা যেন এ ব্যবসায় যুক্ত না হতে পারে, সেটা নিশ্চিত করার জন্য নজরদারি বাড়াতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলেন। তখন তিনি ছয়টি বড় ব্যবসাপ্রতিষ্ঠানের নামও বলেছিলেন।

ওই প্রতিষ্ঠানগুলো সংশোধন হয়েছে কি না বা তাদের নিয়মের মধ্যে আনা গেছে কি না, এক সাংবাদিক এমন প্রশ্ন করলে খাদ্যমন্ত্রী বলেন, ‘সংশোধন হওয়া বা না হওয়া তাদের বিবেকের ব্যাপার। আমরা চেষ্টা করে যাচ্ছি, আরও করে যাব।’