চাঁদপুরে ২০দিনে ১৪৪ জেলের জেল জরিমানা
ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা রোববার রাতে উঠে যাচ্ছে। নিষেধাজ্ঞার সময় মাছ ধরায় গত ২০দিনে চাঁদপুরে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা হয়েছে ১৪৪ জেলের। পদ্মা ও মেঘনা নদীর ৭০ কিলোমিটার জুড়ে টাস্কফোর্স এসব অভিযান চালিয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি বলেন, গত শুক্রবার পর্যন্ত জেলা টাস্কফোর্স যৌথ ভাবে ১৪৮টি অভিযান চালিয়ে ১৪৪ জেলেকে আটক করে। এর মধ্যে ১০৭ জনকে এক বছর করে, ১২ জনকে এক মাস করে, তিনজন ১৫ দিন করে, সাতজনকে ১০ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ১৫ জেলের কাছ থেকে আদায় করা হয় ৬৭ হাজার টাকা।
আসাদুল বাকি বলেন, জেলেদের জরিমানার পাশাপাশি সাত হাজার ৩৫৭ টন ইলিশ, ১৮ লাখ ৫২৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৪১টি নৌকা জব্দ করা হয়।