চট্টগ্রামে হাছান মাহমুদসহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা
ভাঙচুর, লুটপাট ও প্লট দখলের অভিযোগে চট্টগ্রামে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটির আবেদন করেন নগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন।
বাদীর আইনজীবী জিয়াউল হক প্রথম আলোকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, হাছান মাহমুদের ভাই খালেদ মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জহুরুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোনাফ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজান, রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান মো. সামশুল আলম তালুকদার, কৃষক লীগের নেতা মো. শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালের ২ ডিসেম্বর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের প্রত্যক্ষ ইন্ধনে মামলার অন্য আসামিরা পরিকল্পিতভাবে নগরের আকবরশাহ বেলতলী ঘোনা ফারুক চৌধুরী মাঠ এলাকায় এসে শত শত ঘরবাড়ি ভাঙচুর লুটপাট, চাঁদাবাজি করে অনেক মানুষকে এলাকা ত্যাগ করতে বাধ্য করেন। আসামিরা ভাঙচুর, লুটপাট করে ৫০ কোটি টাকার সম্পদ নিজেদের দখলে ও হেফাজতে নিয়ে যান। ১৪০ জন প্লটমালিকের কাছ থেকে জোর করে নন–জুডিশিয়াল খালি স্ট্যাম্পে সই নিয়ে নেন। প্লটমালিকদের কাছ থেকে ১০ লাখ টাকা করে চাঁদা না পেয়ে তাঁরা এ কাজ করেন। পরে আসামিরা প্লটগুলো নিজেদের নামে হস্তান্তর করে বিক্রি করে দেন। এত দিন ভয়ে ভুক্তভোগী কেউ প্রতিবাদও করতে পারেননি।