চট্টগ্রামে গভীর রাতে পাহাড়ধসে দুই বোনসহ নিহত ৪

লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ১ নম্বর ঝিল বরিশালঘোনা ও ফয়’স লেক লেকভিউ আবাসিক এলাকায় পৃথক পাহাড়ধসে চারজনের মৃত্যু হয়েছে।

বরিশালঘোনায় নিহত ব্যক্তিদের মধ্যে একটি পরিবারের দুই বোন রয়েছেন। তাঁরা হলেন—মাইনুর আক্তার (২০) ও শাহীনুর আক্তার (২৪)। নিহত ব্যক্তিদের ফুফাতো বোন বলেন, শাহীনুরের যমজ শিশুসন্তান আছে। মায়ের বুকে ঘুমিয়ে থাকায় শিশু দুটি বেঁচে গেছে। আর ফয়’স লেক লেকভিউ আবাসিক এলাকায় নিহত ব্যক্তিরা হলেন—লিটন (২৩) ও ইমন (১৪)।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে তিনটার মধ্যে পৃথক এই পাহাড়ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুজন আহত হন। তাঁরা হলেন—মাইনুর ও শাহীনুরের বাবা ফজলুল হক (৭০) ও মা রানু বেগম (৬০)।

ফায়ার সার্ভিসের স্টেশন লিডার উচিন মারমা বলেন, গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টির সময় আকবরশাহ থানাধীন ১ নম্বর ঝিল এলাকায় পাহাড়ধসে একটি পরিবারের সদস্যরা চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত উদ্ধারকাজ চলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, হাসপাতালে আনার পর শাহীনুর ও মাইনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁদের মা–বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

শাহীনুরের ফুফাতো বোন রেশমা আক্তার বলেন, দুই বোন ও তাঁদের মা-বাবা একসঙ্গে ১ নম্বর ঝিলের বাসায় থাকতেন। পাহাড়ধসে তাঁদের দুই বোনের এক বছর ও ছয় মাস বয়সী দুটি মেয়ে বেঁচে যায়। তারা মায়ের বুকে ছিল বলে তিনি জানান।

অন্যদিকে দিবাগত রাত তিনটার দিকে ফয়’স লেক লেকসিটি আবাসিক এলাকায় অন্য এক পাহাড়ধসে লিটন ও ইমন নামের দুজনের মৃত্যু হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। ফায়ার সার্ভিস গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে। তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।