চট্টগ্রামে ওষুধের পাইকারি দোকানে ধর্মঘট

চট্টগ্রাম নগরের হাজারি গলিতে পপুলার মেডিকেল হল নামের ওষুধের দোকান থেকে গত বুধবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ২০ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার হাজারি গলিসহ নগরের প্রায় ৪৫০টি ওষুধের পাইকারি দোকান সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করে।হাজারি গলি নগরের ওষুধের প্রধান পাইকারি বাজার হিসেবে পরিচিত। হাজারি গলিসংলগ্ন লালদীঘির পাড়েও ওষুধের কিছু পাইকারি দোকান আছে।বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির চট্টগ্রাম শাখার নেতারা গতকাল সন্ধ্যায় হাজারি গলিতে সমিতির কার্যালয়ে প্রতিবাদ সভা করেন। সভায় তাঁরা আগামীকাল শনিবার দুপুর পর্যন্ত ধর্মঘট পালনের ঘোষণা দেন। সমিতির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ওমর আলী প্রথম আলোকে বলেন, সমিতির কেন্দ্রীয় সিদ্ধান্তে কাল (আজ শুক্রবার) থেকে শনিবার বিকেল পর্যন্ত ঢাকার মিটফোর্ডের সব পাইকারি দোকানেও ধর্মঘট পালিত হবে। তিনি বলেন, ‘র্যাব অবৈধ ওষুধের নাম দিয়ে প্রায় ৫০ লাখ টাকার বৈধ আমদানির ওষুধ নিয়ে গেছে। কিছু ওষুধ সরকারের চোখে আমদানি নিষিদ্ধ হলেও চিকিত্সকেরা মানুষের জীবন রক্ষার জন্য তা লিখছেন। ফলে বিভিন্ন দোকান এগুলো রাখছে।’তবে র্যাব কর্মকর্তা মেজর আজাদ বলেন, ‘আমরা ওষুধ প্রশাসনের পরিদর্শকদের নিয়ে অভিযান চালিয়েছি। তাঁরা যেসব ওষুধ আমদানি নিষিদ্ধ বলেছেন, সেগুলোই কেবল আটক করেছি।’ র্যাবের সংবাদ সম্মেলন: দুপুরে চান্দগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব জানায়, পপুলার মেডিকেল হল থেকে আমদানি নিষিদ্ধ প্রায় ১০০ রকম ওষুধ আটক করা হয়। এ সময় পপুলারের মালিকের ছেলে রানা বিশ্বাস (৩০), দুই কর্মচারী রাজু দাশ (২৪) ও টিপু চৌধুরীকে (২৪) গ্রেপ্তার করা হয়।