চট্টগ্রাম বিস্ফোরণে অপরাধী প্রমাণিত হলে ব্যবস্থা: মেয়র নাছির

চট্টগ্রামের পাথরঘাটার একটি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, কমিটির প্রতিবেদনে যদি কারও অপরাধ প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিক ফিল্ড রোডের ধনা বড়ুয়ার পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর ভবনের একাংশের দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।

বিস্ফোরণের ঘটনার দুই ঘণ্টার মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে যান সিটি মেয়র নাছির। তিনি বলেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গ্যাস লাইন থেকে বিস্ফোরণ ঘটেছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত সবার চিকিৎসাভার বহন করা হবে।

মেয়র আ জ ম নাছির উদ্দীন। ফাইল ছবি
মেয়র আ জ ম নাছির উদ্দীন। ফাইল ছবি

মেয়র নাছির বলেন, ‘সেবা সংস্থার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্টের ভিত্তিতে যদি কারও অপরাধ থাকে ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানান। জেলা প্রশাসনের এডিএম শরিফুল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।