চকরিয়ায় ছয় ভাইকে চাপা দেওয়া গাড়ির মালিক গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে পিকআপের চাপায় ছয় ভাই নিহত হওয়ার ঘটনায় গাড়িটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চকরিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর নাম মাহমুদুল করিম (৪০)।
পুলিশ বলেছে, মাহমুদুল সবজির ব্যবসা করেন। চকরিয়ার আড়ত থেকে সবজি নিয়ে কক্সবাজার যাওয়ার পথে গত ৮ ফেব্রুয়ারি পিকআপটি মালুমঘাট এলাকায় একই পরিবারের আট ভাইবোনকে চাপা দেয়। তাঁরা তাঁদের প্রয়াত বাবা সুরেশ সুশীলের শ্রাদ্ধকর্ম সেরে ফিরছিলেন। ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পথে পাঁচ ভাই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ভাই মারা যান। এ ঘটনায় বেঁচে থাকা একমাত্র ভাই প্লাবন সুশীল বাদী হয়ে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক এনামুল হক বলেন, গতকাল রাতে পিকআপের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হচ্ছে। এর আগে চালক সাইফুলকে গ্রেপ্তার করা হয়।