ঘরবন্দী তরুণদের ভিন্নধর্মী উদ্যোগ নিউজপেপার অলিম্পিয়াডের

ঘরবন্দী দিনগুলোকে কাজে লাগিয়ে তরুণদের ভিন্নধর্মী উদ্যোগ নিউজপেপার অলিম্পিয়াডের।
ঘরবন্দী দিনগুলোকে কাজে লাগিয়ে তরুণদের ভিন্নধর্মী উদ্যোগ নিউজপেপার অলিম্পিয়াডের।

করোনাভাইরাস এই সময়ের সবচেয়ে বড় বৈশ্বিক দুর্যোগের নাম। জীবন যেন স্থবির হয়ে আছে সবার। করোনা-আতঙ্কে স্বাভাবিক জীবনযাপনে ছন্দপতন ঘটেছে। সবচেয়ে বেশি প্রভাব ফেলে ঘরবন্দী হয়ে পড়ে থাকা শিক্ষার্থী ও দেশের তরুণ সমাজের ওপর। করোনাভাইরাসের সময়ে গৃহবন্দী দিনগুলোকে উপভোগ্য ও শিক্ষণীয় করে তুলতে এবং দক্ষতা উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে ন্যাশনাল নিউজ পেপার অলিম্পিয়াড (এনএনও)।

সংগঠনটির বিশেষ কাজের মধ্যে রয়েছে এনএনও আড্ডা (লাইভ আড্ডা), বুক রিভিউ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা। প্রতিদিন এনএনও আড্ডায় অতিথি হিসেবে থাকছেন বিভিন্ন পেশায় অভিজ্ঞতাসম্পন্ন দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিরা। পাশাপাশি লাইফ স্কিল উন্নয়নের জন্য নানা রকম পদক্ষেপ।

সম্প্রতি গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ও একমাত্র বাংলাদেশি পরিচালক জাহিদ সবুর যোগ দেন নিউজপেপার অলিম্পিয়াড আড্ডায়। জাহিদ সবুর বলেন, ‘এনএনও পরিবার এই সময়ে অনেক ভালো একটি কাজ করছে। আমি তাদের এই কার্যকর পদক্ষেপকে অভিনন্দন জানাই।’

লেখক কিংকর আহসান, ‘দৈনিক বাংলা’র নির্বাহী সম্পাদক কাজল রশীদ শাহীন, কার্টুনিস্ট অন্তিক মাহমুদ, সংগঠক জাভেদ পারভেজ, উদ্যোক্তা ইকবাল বাহার, আর জে আল নাহিয়ান জয়, ফিচার লেখক গোলাম মোরশেদ সীমান্তসহ আরও অনেকেই যুক্ত হয়েছিলেন আড্ডায়। এ ছাড়া দেশের অনেক স্বনামধন্য ব্যক্তি নিয়মিত যোগ দিচ্ছেন এনএনও অনলাইন আড্ডায়। এর ফলে ঘরবন্দী তরুণদের কোয়ারেন্টিনের দিনগুলোকে উপভোগ্য করে তুলছে নিউজপেপার অলিম্পিয়াড।

এনএনও আড্ডার হোস্ট ও ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ২০১৯ সেশনের সেরা বাংলাবিদ নুসরাত সায়েম বলেন, ‘দেশ-বিদেশের বিখ্যাত সব ব্যক্তি যাঁদের টিভির পর্দায় দেখতাম, তাঁদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছি, এটা আমার কাছে অন্য রকম এক অনুভূতি।’

সংগঠনটির সভাপতি লাব্বী আহসান বলেন, ঘরে বসেই যাতে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের ওপর সবার হাতেখড়ি হয় ও তাদের প্রিয় মানুষদের সম্পর্কে জানতে পারে, সে জন্যই এমন ভিন্নধর্মী আয়োজন। এর ফলে দর্শকেরা সরাসরি তাঁদের মনের প্রশ্নগুলো অতিথিদের সঙ্গে শেয়ার করারও সুযোগ পাচ্ছেন। সাংবাদিকতা, লেখালেখি, উপস্থাপনা, ডিজিটাল মার্কেটিং, ড্রয়িং, ফটোগ্রাফিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের ওপর জ্ঞান অর্জন করছে শিক্ষার্থীরা। ফলে তাদের দক্ষতা বৃদ্ধিতেও বেশ কাজে লাগছে এই এনএনও আড্ডাটি।

‘রিড নিউজপেপার, গেইন নলেজ’ স্লোগান সামনে রেখে ২০১৮ সালে যাত্রা শুরু করে ন্যাশনাল নিউজ পেপার অলিম্পিয়াড (এনএনও)। মূলত সংবাদপত্রের প্রতি আগ্রহ ও সবার মধ্যে জীবনদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে সারা দেশে নিউজপেপার অলিম্পিয়াডের বিভিন্ন কার্যক্রম শুরু হয়।

লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়