‘ঘর মন জানালা’র লেখক দিলারা হাশেমের চিরবিদায়
প্রখ্যাত সাহিত্যিক ও ভয়েস অব আমেরিকার সাবেক বেতার সম্প্রচারক দিলারা হাশেম (৮৬) আর নেই। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটে তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়েছে।
দিলারা হাশেম ১৯৩৬ সালের ২১ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি রেডিও পাকিস্তান করাচি থেকে দীর্ঘদিন নিয়মিত বাংলায় সংবাদ পাঠ করতেন। পরে তিনি ঢাকা বেতার ও টেলিভিশনেও সংবাদ পাঠ করেছেন।
১৯৬৫ সালে প্রকাশিত হয় দিলারা হাশেমের নন্দিত উপন্যাস ‘ঘর মন জানালা’। ১৯৭৫ সালে প্রকাশিত হয় তাঁর ‘একদা এবং অনন্ত’ নামের উপন্যাস। তাঁর পরের বছর ১৯৭৬ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ‘স্তব্ধতার কানে কানে’ (১৯৭৭), ‘আমলকীর মৌ’ (১৯৭৮), ‘শঙ্খ করাত’ (১৯৯৫) তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। এ ছাড়া আরও কিছু উপন্যাস, ছোটগল্পগ্রন্থ ও কবিতার বই রয়েছে তাঁর।
১৯৮২ সালে দিলারা হাশেম ভয়েস অব আমেরিকায় যোগ দেন। এর আগেও বেশ কয়েক বছর তিনি ভয়েস অব আমেরিকায় খণ্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি বিবিসি লন্ডনেও মাঝেমধ্যে বাংলা সংবাদ পাঠ করতেন।